ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৪:৩২ পিএম
ভূপাতিত ড্রোন। ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী গত দুইদিনে ৭৭টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে।

দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা নাগাদ ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করাসহ শুক্রবার (৯ মে) দুপুরে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

নিরাপত্তা সূত্র আরও বলছে, শত্রুর আগ্রাসনের তীব্র জবাব দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।

তারা দাবি করেছে, ভেহারিতে একটি, পাকপত্তনে একটি এবং ওকারায় চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যে সমস্ত ড্রোন রাডারে পর্যবেক্ষণ করা হচ্ছে, সেসব ড্রোন যখনই কাছে আসছে, তখন সেটাকে ট্র্যাক করা হচ্ছে।