ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০১:৪৮ পিএম
৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। ছবি- সংগৃহীত

পাকিস্তান ও ভারতের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। হামলা-পাল্টা হামলা ও  যুদ্ধ-উত্তেজনার মধ্যেই এবার ভূমিকম্প আঘাত হানল পাকিস্তানে। 

দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে।
 
ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তানের উত্তরপশ্চিমে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখুতনখোয়া রাজ্যে। এছাড়া আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিানসহ বিভিন্ন জেলায়ও কম্পণ টের পাওয়া গেছে।

তবে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র : জিও নিউজ