ইসরায়েলের শহর তেল আবিবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা সেখানে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিও তুলেছে।
শনিবার (১০ মে) এ দাবি জানান তেল আবিবে হাজারও মানুষ।
তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ারে’ জিম্মিদের পরিবারের সংগঠন ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’ তাদের নিয়মিত সাপ্তাহিক সমাবেশ করে। একই সঙ্গে, সামরিক সদর দপ্তরের সামনেও জিম্মিদের পরিবারের আরেকটি দল বিক্ষোভ করেছে।
তেল আবিবের হাবিমা স্কয়ারে আলাদাভাবে সরকারবিরোধী বিক্ষোভও হয়েছে।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন। এক জিম্মির স্বজন বলেন, ‘আমাদের আসল শত্রু হামাস নয়, নেতানিয়াহু। তিনি নিজের স্বার্থে দেশকে ধ্বংস করছেন।’
আল জাজিরা জানায়, গাজায় এখনো ৫৯ জন ইসরায়েলি জিম্মি আছেন। এদের মধ্যে ৩৫ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ২১ জন জীবিত থাকতে পারেন, আর ৩ জনের বিষয়ে নিশ্চিত তথ্য নেই।
ইসরায়েলি সরকার বলছে, জিম্মিদের মুক্ত করতে তারা সামরিক অভিযান চালিয়ে যাবে। কিন্তু জিম্মিদের পরিবার ও সাধারণ মানুষ এর বিরোধিতা করছেন। তারা বলছেন, সামরিক উপায়ে নয়, আলোচনার মাধ্যমে সমাধান দরকার।
এদিকে, একই দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১২৪ জন। গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে।
আপনার মতামত লিখুন :