শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে কয়েক ডজন বৌদ্ধ তীর্থযাত্রী বহনকারী একটি বাস পাহাড় থেকে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এছাড়াও অনেকে আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রোববার (১১ মে) ভোরে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৬ মাইল) পূর্বে কোটমালে শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দেশটির পরিবহন ও মহাসড়ক উপমন্ত্রী প্রসন্ন গুণসেনা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘২১ জন মারা গেছেন ও আমরা হতাহতদের শনাক্ত করার চেষ্টা করছি’।
তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দারা যদি দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে না যেতেন, তাহলে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারত।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাসটি খাদের নিচে উল্টে গেছে এবং স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে কাজ করছে।
বাসের ছাদ ও পাশের প্যানেলগুলো ছিঁড়ে গেছে, এবং অর্ধেকেরও বেশি আসন গাড়ির মেঝে থেকে ছিঁড়ে গেছে, যা চাকাগুলো একটি চা বাগানে পড়ে গেছে, ধ্বংসস্তূপের ছবিতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, দুটি হাসপাতালে ২৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেঁচে যাওয়া একজন ব্যক্তি স্থানীয় এক সাংবাদিককে বলেছেন, তিনি বাসের সামনের অংশে ছিলেন এবং ভাগ্যবান যে সামান্য আঘাত পেলেও তিনি বেঁচে গেছেন।
বার্তা সংস্থা এএফপি’কে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, ‘বাসটি বাম দিকে হেলে ছিল। চালক যখন বাঁক নেওয়ার চেষ্টা করছিলেন তখন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং এটি খাদে পড়ে যায়।’
রাষ্ট্র পরিচালিত একটি বাস কোম্পানি দ্বারা পরিচালিত গাড়িটি দক্ষিণে অবস্থিত তীর্থযাত্রী শহর কাটারাগামা থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) দূরে অবস্থিত কেন্দ্রীয় শহর কুরুনেগালায় যাচ্ছিল।

 
                             
                                    -20250511114211.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন