ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা জানাল ভারত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ১১:৩০ পিএম
সীমান্তে ভারতীয় সেনা। ছবি- সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

রোববার (১১ মে) এনডিটিভির খবরে বলা হয়, এক ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সংঘাতে তাদের পাঁচজন সৈন্য নিহত হয়েছে। নিহত সহকর্মীদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ্য থেকে আরও জানানো হয়, ‘আমাদের লক্ষ্যবস্তু ছিল সন্ত্রাস-কেন্দ্রিক এবং পরবর্তীতে যখন তারা (পাকিস্তান) আমাদের অবকাঠামোতে বিমান অনুপ্রবেশ এবং অভিযান শুরু করে, তখন আমরা ভারী অস্ত্র ব্যবহার শুরু করেছি।’

ভারতের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরেই শনিবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত। দেশটির সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে যদি আজ রাতে বা পরে কোনও সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়, তাহলে তার "কঠোর জবাব" দেবে তারা।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান। হামলার প্রায় দুই সপ্তাহ পর, ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে।

এরপর ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানও হামলা চালাতে থাকে। পরে পাকিস্তানে ড্রোন হামলার পাশাপাশি দেশটির একাধিক বিমানঘাঁটিতে হামলা করলে ভারতের সামরিক ঘাঁটি ও বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার উদ্দেশ্যে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ অভিযান শুরু করে পাকিস্তান।