বুধবার, ১৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০২:৫৯ পিএম

পাক-ভারত যুদ্ধের উত্তেজনা এখন হাইকমিশনে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০২:৫৯ পিএম

পাক-ভারত যুদ্ধের উত্তেজনা এখন হাইকমিশনে

প্রতীকী ছবি

যুদ্ধবিরতির মাঝেও ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা কমছে না। প্রতিবেশী দেশ দুটির সরকার নিজ দেশে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে কর্মরত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তার কূটনৈতিক মর্যাদা বাতিল করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান সরকার। 

তাদের দাবি, ওই ব্যক্তি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা তাঁর কূটনৈতিক পরিচয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এর আগে একই পদক্ষেপ নিয়েছে ভারতও। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত সরকার। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তা তার কূটনৈতিক দায়িত্বের বাইরে কাজ করছিলেন। তাই তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

কর্মকর্তা বহিষ্কারের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা বিধিবহির্ভূত কার্যকলাপে জড়িত ছিলেন। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে ওই কর্মকর্তার নাম কিংবা বিস্তারিত অভিযোগ এখনো প্রকাশ করেনি পাকিস্তান।

সংক্ষিপ্ত সামরিক উত্তেজনার পর শনিবার (১০ মে) দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু এরপর থেকেই কূটনৈতিক স্তরে পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে, যা সম্পর্ককে আবারও সংকটের মুখে ফেলেছে।

পরিস্থিতি আরও অবনতি এড়াতে পারমাণবিক শক্তিধর দুই দেশকে কূটনৈতিক সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

 

সূত্র : জিও নিউজ, দ্য হিন্দ

Link copied!