নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
বুধবার (১৪ মে) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের পোস্ট করা ছবিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিত তাদের করমর্দন করতে দেখা গেছে।
দীর্ঘ ২৫ বছর পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান।
এ সময় ট্রাম্প ও আল-শারার মধ্যে ৩৩ মিনিটের বৈঠক হয়। এ বৈঠক ‘ঐতিহাসিক’ হলেও সময়টি প্রত্যাশার চেয়ে দীর্ঘ বলে মন্তব্য করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক ইমরান খান।
বৈঠকে দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আল-শারার প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
হোয়াইট হাউসের প্রেস সচিব এক্স পোস্টে বলেন, প্রেসিডেন্ট আল-শারাকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর মতো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র তিনটি ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে তেল আবিবে সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।
সৌদি আরবও আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ বিষয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে। কারণ রিয়াদ স্পষ্ট জানিয়েছেল ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয়।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প আল-শারাকে আইএসআইএসের প্রত্যাবর্তন রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
আল-শারা জানান, তিনি সিরিয়া থেকে ইরানি প্রত্যাহারের মাধ্যমে ‘সন্ত্রাসবাদ’ মোকাবিলা ও রাসায়নিক অস্ত্র নির্মূলে ওয়াশিংটনের সঙ্গে স্বার্থ ভাগাভাগি করার বিষয়ে একমত।
ট্রাম্প আল-শারাকে সিরিয়া থেকে ‘ফিলিস্তিনি সন্ত্রাসীদের’ (হামাস) নির্মূল করার জন্য অনুরোধ জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্টকে সমস্ত বিদেশি ‘সন্ত্রাসীদের’ নির্মূল করার জন্যও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
বৈঠকে বিশেষ করে সিরিয়ার অভ্যন্তরে নিরাপত্তার ওপর দৃষ্টি দেওয়া হয়েছে। এটি সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতের সম্পর্কের ‘নীলনকশা’ বলে মত দিয়েছেন আল-জাজিরার ওই সাংবাদিক।
এদিকে, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
তিনি বলেন, ‘সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্পের প্রতি অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ। এটি মোটেও সহজ সিদ্ধান্ত নয়, তবে প্রয়োজনীয়।’