ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ট্রাম্পের সফরের মধ্যেই গাজায় তীব্র বোমা হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৬:১৩ পিএম
ট্রাম্প সফরের মধ্যেই গাজায় তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি-সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় বোমা হামলা আরও তীব্র করেছে দখলদার ইসরায়েল। এ সময় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (১৪ মে) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৩ মে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরুর পর অবরুদ্ধ গাজায় ইসরায়েল তীব্র বোমা হামলা শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। 

স্বাস্থকর্মীরা জানান, নারী ও শিশুসহ নিহতের অধিকাংশ প্রাণহানি ঘটেছে উত্তর গাজার জাবালিয়া এলাকার বসতি লক্ষ্য করে ছোড়া ইসরায়েলি বিমান হামলায়। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘হামলায় আহত অনেকে এখনো পথে অথবা ধ্বংসাবশেষের নিচে চাপা রয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ 

তাৎক্ষণিক প্রশ্নের কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল বাংকারে হামলা করা হয়। তাদের বিশ্বাস, ওই হামলায় হামাসের সামরিক নেতা মোহাম্মদ সিনওয়ার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বা হামাসের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। বুধবার প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় ইউরোপীয় হাসপাতালে হামলার স্থানের দিকে আসা একটি বুলডোজার আঘাত করে, যার ফলে বেশ কয়েকজন আহত হন।

মঙ্গলবার রাতে হামাসের সহযোগী ইরান-সমর্থিত ‘ইসলামিক জিহাদ’ গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে। ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী জাবালিয়া ও নিকটবর্তী বেইত লাহিয়া এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে।