ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

কাতারে ২০০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:৩৭ পিএম
কাতারের আমিরের শেখ তামিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত

মার্কিন নির্মাতা বোয়িং থেকে কাতার রাষ্ট্রীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের জন্য ১৬০টি জেট কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি ২০০ বিলিয়ন ডলারের বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে বুধবার (১৪ মে) কাতার সফরে গেছেন তিনি। রাজধানী দোহায় দেশটির আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের পর বেশ ককয়েকটি চুক্তি স্বাক্ষর করেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, চুক্তিটি ২০০ বিলিয়ন ডলারের এবং এতে ১৬০টি বিমান অন্তর্ভুক্ত থাকবে। এটি সত্যিই দুর্দান্ত রেকর্ড।’ বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গকে উদ্দেশ্য তিনি বলেন, ‘বোয়িংকে অভিনন্দন’।

কাতারের আমিরের প্রশংসা করে তিনি বলেন, ‘শেখ তামিম একজন অসাধারণ ব্যক্তি। আমরা একে অপরকে পছন্দ করি।’
 
তিনি বলেছেন, আগামীকাল ‘এক ধরনের বিমান মেলা’ হবে, যেখানে ‘সর্বশেষ’ বিমানগুলো প্রদর্শিত হবে।