সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) স্থানীয় সময় দুপুর ২টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী উড়োজাহাজ।
অবতরণ করা পর্যন্ত প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাটিকে পাহারা দিয়ে নিয়ে যায় কয়েকটি এফ-১৫ যুদ্ধবিমান।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দোহায় এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্প গাড়িতে ওঠার আগে দুই নেতা লাল গালিচায় হেঁটে একে অপরের সঙ্গে কথা বলেন।
তিন দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে কাতারে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসীন হওয়ার পর এটাই তার প্রথম মধ্যপ্রাচ্য সফর।
মঙ্গলবার সৌদি আরব সফর করেন তিনি। কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
আপনার মতামত লিখুন :