ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত চুক্তির পথে পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১২:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি চায় পাকিস্তান। ছবি: সংগৃহীত

পাকিস্তান চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তি, যেখানে আমদানি করা মার্কিন পণ্যে কোনো শুল্ক থাকবে না। এর আগে একই প্রস্তাব দিয়েছে ভারত। এবার পাকিস্তানও সেই পথে হাঁটছে।

যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন এমন সময় এ প্রস্তাবনা দিয়েছে ইসলামাবাদ। 

পাকিস্তানি সরকারের সূত্রে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

গত ১০ মে ট্রাম্প যুদ্ধবিরতির পর বলেন, এখন ভারত ও পাকিস্তানের সঙ্গে অনেক বেশি বাণিজ্য হবে। তিনি দুই দেশের নেতৃত্বের প্রশংসাও করেন।

এর আগে ৮ মে ট্রাম্প বলেন, ভারত যুক্তরাষ্ট্রকে বলেছে তারা কোনো শুল্ক ছাড়াই চুক্তি করতে চায়। তবে তিনি জানিয়েছেন, ভারতে অ্যাপলের বিনিয়োগ নিয়ে তিনি খুশি নন।

ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন, প্রধান বাণিজ্যিক দেশের ওপর শুল্ক বাড়বে। পরে তিনি ৯০ দিনের জন্য তা স্থগিত করেন। এই সময়সীমা শেষ হবে ৯ জুলাই। তার আগেই ভারত ও পাকিস্তান বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চাইছে।

দোহায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, ‘ভারতে পণ্য বিক্রি করা কঠিন। তারা আমাদের এমন একটি চুক্তি দিতে চায় যেখানে তারা শুল্ক নেবে না।’

রয়টার্স জানিয়েছে, চুক্তির আলোচনায় ভারত বলেছে, তারা ৬০ শতাংশ শুল্ক কমিয়ে ০ শতাংশে আনতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ৯০ শতাংশ পণ্য বিশেষ ছাড়ে আমদানি করতে চায় তারা।

এই খবরে ভারতের শেয়ার বাজার বেড়ে যায় এবং সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে চুক্তি নিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।