সিরিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধসের মুখে পড়তে পারে এবং তা দেশটিকে একটি ব্যাপক গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন ডিসিতে সিনেট ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে রুবিও বলেন, ‘আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের মধ্যেই ধসে পড়তে পারে। যদি আমরা এখনই তাদের সঙ্গে সমন্বয় না করি, তাহলে স্থিতিশীলতার সম্ভাবনা থাকবে না।’
রুবিও আরও জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করেন।
তার মতে, নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ সিরিয়াকে সহায়তা পাঠাতে সাহস করছে না।
রুবিও বলেন, ‘তারা সাহায্য পাঠাতে চায়, কিন্তু আমাদের নিষেধাজ্ঞার ভয়ে থেমে আছে।’
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন। শারা একজন সাবেক আল-কায়েদা কমান্ডার এবং তিনি গত ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন।
রুবিওর মতে, এখন সিরিয়ার নতুন প্রশাসনকে সহায়তা না করলে সংকট আরও গভীর হবে এবং এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
আপনার মতামত লিখুন :