চলতি বছরের হজের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন আরাফার খুতবায় ভাষণ দেবেন গ্র্যান্ড মসজিদের প্রবীণ ইমাম ও সৌদি আরবের প্রখ্যাত আলেম শেখ সালেহ বিন হুমাইদ। রোববার (২৫ মে) সৌদি ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি এ ঘোষণা দিয়েছে। খবর আরব নিউজ।
আরাফার দিন অর্থাৎ ৯ জিলহজ্জ পবিত্র হজের মূল পর্ব হিসেবে বিবেচিত হয়। এদিন লাখো হজযাত্রী আরাফাতের ময়দানে সমবেত হন, যেখানে যোহর ও আসরের নামাজ একত্রে আদায় করা হয় এবং মসজিদে আল-নিমরা থেকে খুতবা পাঠ করা হয়।
বিশ্বজুড়ে মুসলমানদের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যারা হজে অংশ নিতে পারেন না, তারা রোজা রাখেন, দোয়া-ইবাদতে মগ্ন থাকেন এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় দিনটি কাটান।
শেখ সালেহ বিন হুমাইদ শুধু একজন বিজ্ঞ ইসলামি স্কলারই নন, বরং তিনি সৌদি আরবের শূরা কাউন্সিলের সাবেক স্পিকার ও দীর্ঘদিন মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রজ্ঞা ও গভীর ইসলামি জ্ঞানের কারণে তাকে আরাফার খুতবার মতো মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান শেখ আব্দুর রহমান আল-সুদাইস বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই নিযুক্তির জন্য। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত সৌদি নেতৃত্বের ধর্মীয় দায়িত্ব ও বিশ্ব মুসলিম সমাজের প্রতি গভীর যত্নের প্রতিফলন’।
সৌদি প্রেসিডেন্সি জানিয়েছে, এই নিযুক্তি রাজ্যের বৈশ্বিক ধর্মীয় নেতৃত্বের প্রতি প্রতিশ্রুতি ও দুটি পবিত্র মসজিদকে ঘিরে তাদের অব্যাহত যত্নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিশ্ব মুসলিম উম্মাহ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে হজের এই মহামিলনের কেন্দ্রে শেখ সালেহ বিন হুমাইদের জ্ঞানগর্ভ ও প্রেরণামূলক খুতবার জন্য।
উল্লেখ্য, এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মোহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :