ইরান-ইসরায়েল সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এমন অবস্থায় নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে এর কারণ হিসেবে উল্লেখ করে তেহরানে অবস্থিত দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে অস্ট্রেলিয়া।
শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানে ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে অস্ট্রেলিয়ান সরকার তেহরানে কর্মরত সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে আসার নির্দেশ দিয়েছে।’ তিনি আরও জানান, ইরান ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তার জন্য কনসুলার স্টাফদের পার্শ্ববর্তী আজারবাইজান ও সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘আমরা অন্যান্য অংশীদার দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। তবে বর্তমানে মাটিতে পরিস্থিতির কারণে কনসুলার সেবা সচল রাখা হয়েছে অত্যন্ত সীমিত পর্যায়ে। আকাশপথও বন্ধ রয়েছে।’
অস্ট্রেলিয়ার ইরান দূতাবাসের রাষ্ট্রদূত ইয়ান ম্যাককনভিল আঞ্চলিক পর্যায়ে থেকেই সরকারের প্রতিক্রিয়া সমন্বয় করবেন বলেও জানান তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, ইরানে অবস্থানরত ১,৫০০ এর বেশি অস্ট্রেলিয়ান ও তাদের পরিবারের সদস্যরা দেশ ছাড়তে সহায়তার জন্য অনুরোধ করেছেন। এদিকে নিউজিল্যান্ড চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে কুক দ্বীপপুঞ্জে বরাদ্দকৃত কোটি কোটি ডলারের বাজেট সহায়তা স্থগিত করেছে।
এর আগে, শুক্রবার (১৩ জুন) ইসরায়েলে শুরু হওয়া আগ্রাসনের ফলে ইরানে অনেক মানুষের মৃত্যু হয়েছে। শহীদ হয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন