বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৯:৪৬ এএম

ইরানে মোসাদের ৫০ গুপ্তচর গ্রেপ্তার, নিহত ২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৯:৪৬ এএম

ইরানে ৫০ মোসাদ সদস্য গ্রেপ্তার । ছবি - সংগৃহীত

ইরানে ৫০ মোসাদ সদস্য গ্রেপ্তার । ছবি - সংগৃহীত

ইরানে ৫০ মোসাদের এজেন্ট গ্রেপ্তারের দাবি করেছে আইআরজিসি। অভিযানকালে দুজন নিহত ও ব্যাপক অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয় বলে জানায় আইআরজিসি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে তারা দুই সপ্তাহব্যাপী পরিকল্পিত অভিযানে ৫০ জনেরও বেশি গোয়েন্দা এজেন্টকে আটক করেছে। অভিযানে দুইজনকে নিহত এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, যার মধ্যে মার্কিন-নির্মিত আগ্নেয়াস্ত্রও রয়েছে, উদ্ধার করে।

আইআরজিসি কুদস ঘাঁটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে ‘ইসরায়েলপন্থি সন্ত্রাসী ও ভাড়াটে গোষ্ঠী’ সংশ্লিষ্ট এজেন্টদের আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিরাপত্তা প্রতিষ্ঠানে হামলা চালানোর ষড়যন্ত্রে জড়িত ছিল । অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্রও জব্দ করা হয় ।

সিস্তান ও বালুচিস্তান প্রদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী হওয়ায় এখানে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিগোষ্ঠীর দীর্ঘমেয়াদি সক্রিয়তা বিদ্যমান। ইরান বরাবরই অভিযোগ করে আসছে মোসাদ ও সিআইএ (মার্কিন গোয়েন্দা সংস্থা)  তাদের দেশের অভ্যন্তরে নাশকতা চালাচ্ছে।

আইআরজিসি দাবি করেছে, এই অভিযানের সফলতার ফলে মোসাদের একটি বড় পরিকল্পনা ব্যাহত হয়েছে, যেখানে তারা সামরিক তথ্য চুরি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইরানের সিকিউরিটি কাঠামো দুর্বল করার উদ্দেশ্যে স্থানীয়দের নিজস্ব অর্থ ও প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করছিল।

এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণার মাধ্যমে ইরান সরকারের কৌশলগত যে বার্তাগুলো যাচ্ছে, তা দুইভাবে দিক নির্দেশিত—একদিকে নিজেদের নিরাপত্তা বাহিনীর সক্ষমতা প্রদর্শন এবং অন্যদিকে আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া যে, দেশের ভূখণ্ডে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে ইরান জানাচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জাতির সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!