ইরানের নতুন যুদ্ধ কমান্ডারকে টার্গেট করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কমান্ডারের নাম গোপন রাখার সিদ্ধান্ত নেওয়ার পর ফার্সি ভাষায় সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইরানকে ব্যঙ্গ করে পোস্ট দেয় মোসাদ।
ওই পোস্টে বলা হয়েছে, ‘আমরা জানি তিনি কে এবং খুব ভালোভাবেই জানি। দুঃখজনকভাবে এই মৌলিক তথ্যটি ইরানি জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে।’ খবর দ্য জেরুজালেম পোস্ট।
মঙ্গলবার (১ জুলাই) তেহরানবিরোধী অনলাইন প্রচারণা জোরদার করে মোসাদ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনের ভিত্তিতে তারা এই প্রচারণা চালায়।
প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের নতুন কমান্ডারের নাম ইরান সরকার প্রকাশ করবে না। সুরক্ষা ও কৌশলগত কারণেই পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানানো হয়।
এই সিদ্ধান্ত ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই মোসাদ ফার্সি ভাষায় ব্যঙ্গাত্মক পোস্ট করে। এতে ইরানিদের উদ্দেশে বলা হয়, ‘আপনাদের অনুমান কী? তার নাম আমাদের জানান।’ খাতাম আল-আম্বিয়া সম্পর্কিত মোসাদের এই টুইট ছিল ওই দিনের দ্বিতীয় বড় পোস্ট।
এর আগে, গত মাসে ইসরায়েলি ড্রোন হামলায় ওই পদে থাকা দুই শীর্ষসেনা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে ইরান সরকার কঠোর নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে নতুন কমান্ডারের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয়।
এর আগেও মোসাদের ওই অ্যাকাউন্টে দাবি করা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার অনুমোদন দিয়েছেন এবং কার্যত ‘আত্মসমর্পণ’ করেছেন।
সেই পোস্টে মোসাদ উল্লেখ করে, ‘এই পদক্ষেপ ইসলামিক প্রজাতন্ত্রের অবসানের সূচনা। পতনের ক্ষণ এখন থেকে গণনা শুরু হয়েছে।’
আপনার মতামত লিখুন :