বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৭:৪৩ পিএম

পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ করলেন এরদোয়ানের স্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৭:৪৩ পিএম

পোপ লিও চতুর্দশ ও এমিন এরদোয়ান। ছবি- এক্স

পোপ লিও চতুর্দশ ও এমিন এরদোয়ান। ছবি- এক্স

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় খ্রিষ্টান বিশ্বকে আরও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানে ভ্যাটিকানের সমর্থনকে স্বাগত জানিয়েছেন।

বুধবার (২ জুন) ভ্যাটিকানে ‘ভ্রাতৃত্ব-ভিত্তিক অর্থনীতি: নীতিশাস্ত্র এবং বহুপাক্ষিকতা’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এমিন এরদোগান ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা ও ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ লিও চতুর্দশের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘পোপের সঙ্গে সাক্ষাতে গাজায় চলমান মানবিক বিপর্যয় ছিল আমাদের মূল আলোচ্য বিষয়। স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর জন্য খ্রিষ্টান বিশ্বের আরও জোরালো অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের স্ত্রী আরও বলেন, ‘আমি ভ্যাটিকানের দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনে সন্তুষ্টি প্রকাশ করেছি, যা ফিলিস্তিনে একটি ন্যায়সংগত এবং টেকসই শান্তির ভিত্তি।’

পোপ লিও চতুর্দশের সঙ্গে বৈঠকে তারা পরিবেশগত বিষয় নিয়েও আলোচনা করেন, বিশেষ করে তুরস্কের ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগ নিয়ে।

এমিন বলেন, ‘আমরা একমত হয়েছি যে জলবায়ু সংকট ধর্ম বা ভৌগোলিক সীমার বাইরে এটি গোটা মানবতার একটি যৌথ উদ্বেগ। এই প্রেক্ষাপটে আমি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তুরস্ক ও ভ্যাটিকানের মধ্যে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেছি এবং একসঙ্গে কাজ করার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছি।’

তিনি পোপকে তার আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আশা করি, পোপ যে ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন, তা ক্যাথলিক বিশ্ব ও পুরো মানবতার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।’

 

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Shera Lather
Link copied!