এসএসসি পরীক্ষায় এবারও নজরকাড়া সাফল্য দেখিয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজ। ২০২৫ সালের পরীক্ষায় কলেজটির ৫০ জন শিক্ষার্থীর সবাই পেয়েছে সর্বোচ্চ জিপিএ-৫, যার মধ্যে ৪৪ জন অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।
বৃহস্পতিবার (১০ জুলাই) সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
ফলাফল প্রকাশের পরপরই প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বইতে থাকে আনন্দের বন্যা। একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। শিক্ষক-অভিভাবকরাও আনন্দের মুহূর্তে অংশ নেন।
সাফল্য প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সাল বলেন, ‘এই অর্জন এককভাবে কারো নয়, এটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সকলের সম্মিলিত পরিশ্রম ও নিষ্ঠার ফল।’
তিনি আরও বলেন, ‘আমরা গর্বিত যে প্রতিবারের মতো এবারও সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমরা আশাবাদী।’
আপনার মতামত লিখুন :