মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়ায় ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিমানবন্দরের টার্মিনাল-১-এ টানা সাত ঘণ্টার বিশেষ অভিযানে এ সিদ্ধান্ত নেয় দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
অভিযানে উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের ৪০০ জনের বেশি যাত্রীর ভ্রমণ নথি ও ব্যক্তিগত তথ্য যাচাই করা হয় বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা।
একেপিএস-এর বিবৃতিতে বলা হয়েছে, ফেরত পাঠানোদের সবাই পুরুষ। তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি। ভ্রমণের কারণ সন্দেহজনক হওয়া এবং অতীত রেকর্ডে অসংগতি থাকায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্রমণের উদ্দেশ্য ও নথি পরীক্ষা করে আইন অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
এর আগের দিন একই কারণে ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ। একেপিএস জানিয়েছে, মানবপাচার ও সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
আপনার মতামত লিখুন :