মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং বিমানবন্দরে ১৫ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগের মনিটরিং কন্ট্রোল ও এনফোর্সমেন্ট ইউনিট (ইউপিকেপি)। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোমবার দুপুরে তাদের আটক করা হয়।
কর্তৃপক্ষ বলছে, পাসপোর্ট পরীক্ষা করে জানা গেছে যে, তারা জাল ইমিগ্রেশন সিল ব্যবহার করেছেন। ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ায় প্রবেশের বিষয়টি ধামাচাপা দিতেই তা ব্যবহার করা হয়েছে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্রত্যেকে অবৈধ অভিবাসী। মালয়েশিয়ায় চোরাইপথে প্রবেশের জন্য তারা পাচারকারী চক্রকে ১৮ হাজার থেকে ২০ হাজার রিংগিত পর্যন্ত দিয়েছেন।
জানা গেছে, আটক ব্যক্তিদের রাজ্যের সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন