কুয়েতে বিষাক্ত মদপানে অন্তত ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অনেকে। বুধবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অসুস্থদের মধ্যে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৩১ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং ৫১ জনকে জরুরি ডায়ালাইসিস করাতে হয়েছে। এছাড়া ২১ জন স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছেন বা গুরুতরভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে এ ঘটনায় ৬৩ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অসুস্থদের চিকিৎসায় কুয়েত পয়জন কন্ট্রোল সেন্টার, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
এ ঘটনায় মদের উৎস ও বিতরণের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অনিয়ন্ত্রিত ও অবৈধ মদপানের বিপদ সম্পর্কে জনগণকে সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জনসাধারণকে আহ্বান জানিয়েছে, মিথানল বিষক্রিয়ার সন্দেহ হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে বা নির্দিষ্ট হটলাইন নম্বরে কল করতে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন