বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৮:০৮ পিএম

নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৮:০৮ পিএম

নোবেলের লোগোর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

নোবেলের লোগোর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

যেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানেই জন্ম নিবে বিতর্ক। নিজের সকল অদ্ভুত এবং কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী বেশ পরিচিত তিনি। এবার বিতর্কের জন্ম দিলেন নরওয়ের অর্থমন্ত্রীর কাছে নোবেল শান্তি পুরষ্কার চেয়ে। গত মাসে ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে আলোচনা করার জন্য ফোন করেছিলেন নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গকে। সেসময় শুল্কের বিষয়টি ছাড়াও ট্রাম্প ওই মন্ত্রীর কাছে নোবেল শান্তি পুরস্কার চেয়েছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নরওয়ের ব্যবসায়িক দৈনিক ড্যাগেনস নায়েরিংস্লিভ এ কথা জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সও এই তথ্য প্রকাশ করে। ইতোমধ্যে পাকিস্তান, কম্বোডিয়া, আর্মেনিয়াসহ কয়েকটি দেশের শীর্ষ নেতারা 'শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতার' জন্য ট্রাম্পের নাম সুপারিশ করেছেন। ট্রাম্পও বলেছেন, তিনি নরওয়ে-প্রদত্ত এই পুরস্কারের যোগ্য।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র নরওয়ের ড্যাগেনস নায়েরিংস্লিভ সংবাদপত্রকে জানিয়েছেন, 'অপ্রত্যাশিতভাবে, যখন অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোতে রাস্তায় হাঁটছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প ফোন করেন। তিনি নোবেল পুরষ্কার চেয়েছিলেন এবং শুল্ক নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেন।' রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় ও নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

প্রতি বছর শত শত প্রার্থীর নামে সুপারিশ আসার পর নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীদের নির্বাচিত করেন। নরওয়ের সংসদ এই কমিটির পাঁচ সদস্য নিযুক্ত করে। ঊনবিংশ শতাব্দীর সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুসারে এই পুরস্কার দিয়ে আসা হচ্ছে।

প্রধানমন্ত্রী জোনাস স্টোয়ের নরওয়ের সংবাদপত্রকে জানিয়েছেন, তার সঙ্গে ট্রাম্পের ফোনালাপের আগে বাণিজ্য শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রীর সঙ্গে ওই ফোনালাপটি হয়েছিলো। যদিও ট্রাম্প নোবেল পুরস্কারকে ইস্যু করেছেন কিনা এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে, স্টলটেনবার্গ বলেন, 'আমি আলোচনার বিষয়বস্তুতে আর যাবো না।'

উল্লেখ্য, বিগত ৩১ জুলাই হোয়াইট হাউস নরওয়ে থেকে আমদানির ওপর ১৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেছেন, নরওয়ে এবং যুক্তরাষ্ট্র এখনো শুল্ক নিয়ে আলোচনা চলমান রেখেছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!