শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১০:৫২ পিএম

মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হলো না ৯৮ বাংলাদেশিকে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১০:৫২ পিএম

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১-এ অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৯৮ বাংলাদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (এমসিবিএ) জানিয়েছে, দিবাগত রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৮১ জন বিদেশি যাত্রীকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়। এর মধ্যে কিছু যাত্রীকে ভোরে ঢাকা থেকে আসা ফ্লাইটে অবতরণের পরই শনাক্ত করা হয়।

এমসিবিএ আরও জানায়, গভীর রাত বা ভোরে ফ্লাইটে পৌঁছানোকে ধারাবাহিক তল্লাশি এড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে।

প্রবেশে বাধা দেওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং কাগজপত্রের ব্যবহার, ফিরতি টিকিট না থাকা এবং আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হওয়া। সংস্থার দাবি, এদের সবাই মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও কাজ করার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছিলেন।

এমসিবিএ জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের বিষয়ে আরও কঠোর হবে কর্তৃপক্ষ, নজরদারি অভিযানও জোরদার করা হবে এবং সংশ্লিষ্ট যেকোনো পক্ষের বিরুদ্ধে কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে। এই কঠোর পদক্ষেপের আওতায় অবৈধ প্রবেশে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Link copied!