ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘মূল কারণগুলো’ নিরসন করতে হবে: পুতিন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৫:৫০ এএম
সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এই সংঘাতের ‘মূল কারণগুলো নিরসন’ করতে হবে।’

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

পুতিন জানান, বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল ইউক্রেন সংঘাত। তিনি বলেন, ‘একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে।’ তবে মূল কারণগুলো কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তিনি আশা করছেন ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তিপ্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান শুভ কামনার জন্য এবং উল্লেখ করেন, উভয়পক্ষকেই ফলাফলকেন্দ্রিক হওয়া উচিত।

পুতিন বলেন, ‘ট্রাম্প স্পষ্টভাবে তার দেশের সমৃদ্ধির দিকে মনোযোগী, তবে তিনি বুঝেছেন রাশিয়ারও নিজস্ব স্বার্থ রয়েছে।’

সংবাদ সম্মেলনে পুতিন ট্রাম্পকে ‘প্রতিবেশী’ বলে সম্ভাষণ জানান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও রাশিয়া মহাসাগর দ্বারা আলাদা হলেও তারা খুব কাছের প্রতিবেশী। আলাস্কার ছোট একটি দ্বীপের সঙ্গে রাশিয়ার জলসীমার দূরত্ব মাত্র চার কিলোমিটার। আমরা অত্যন্ত কাছের প্রতিবেশী।’

তিনি আরও আলাস্কার ইতিহাস তুলে ধরেন, বলেন, এটি এক সময় রাশিয়ার অংশ ছিল, যা ১৮০০-এর মাঝামাঝি দশকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হয়। এছাড়া, তিনি উল্লেখ করেন, আলাস্কায় এখনো রাশিয়ান অর্থোডক্স চার্চ রয়েছে যা ন্যায্য ও সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক হতে পারে।

শেষে পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের পটভূমি এবং কেন এই সংঘাতে রাশিয়া জড়িয়েছে তার যুক্তিও তুলে ধরেন।

তথ্য সূত্র: বিবিসি