গত রোববার ছেলে সন্তানের মা হয়েছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এ (NYPD) নিহত বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলামের স্ত্রী। দিদারুল গত মাসের শেষের দিকে মিডটাউন ম্যানহাটনের একটি বাণিজ্যিক ভবনে বন্দুক হামলায় নিহত হন।
আইউইটনেস নিউজ জানিয়েছে, হামলার সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন দিদারুলের স্ত্রী। দম্পতির আরও দুই সন্তান রয়েছে।
নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হাসপাতালে প্রসবকালে দিদারুলের স্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দিদারুলের পরিবার এবং তার প্রিয়জনদের পাশে সবসময় থাকবে সিটি কর্তৃপক্ষ।
বাংলাদেশে জন্ম নেওয়া দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কর্মরত ছিলেন। তিন বছর কাজের সময় তিনি ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলতার জন্য পরিচিত ছিলেন। এনওয়াইপিডির প্রথম বাংলাদেশি কর্মকর্তা হিসেবে চাকরির সময়ে প্রাণ হারানো দিদারুলকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয়।
হামলা ২৮ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে ঘটে। বন্দুকধারী শেন ডেভন তামুরা (২৭) আধুনিক এম৪ রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট পরে ঘটনাস্থলে এলোপাতাড়ি গুলি চালান। নিরাপত্তা দায়িত্বে থাকা দিদারুল তাকে বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলার ফলে দিদারুলসহ পাঁচজন মারা যান, পরে বন্দুকধারী আত্মহত্যা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন