মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:০১ এএম

এক ঝাঁক তারকা নিয়ে ‘গিট্টু’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:০১ এএম

এক ঝাঁক তারকা নিয়ে ‘গিট্টু’

এক ঝাঁক তারকা নিয়ে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’। আজ থেকে সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে প্রচার হবে এ নতুন ধারাবাহিকটি।

সুস্ময় সুমনের রচনা ও রুমান রুনির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নিরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, পরিচালক রুমান রুনি প্রমুখ।

বৈশাখী টিভি প্রযোজিত নাটকটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। চিত্রগ্রহণে রফিকুল ইসলাম, শামসুল ইসলাম লেলিন, সংগীত পরিচালনা করছেন মোহাম্মদ আপেল মাহমুদ এমিল।

নাটকের কাহিনি সম্পর্কে বলতে গিয়ে সুস্ময় সুমন বলেন, ‘খন্দকার পরিবার আর মির্জা পরিবার। দুই পরিবারের প্রধান একসময় বন্ধু ছিল। একসঙ্গে ব্যবসা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়, যাকে নাটকের ভাষায় বলতে গেলে বলতে হয় গিট্টু লাগে। সেই গিট্টু আর খোলে না। এখন দুই পরিবারের কেউ কাউকে দেখতে পারে না। খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুল দুজন দুজনের চোখের বিষ। কিন্তু দেখা যায় কে বা কারা যেন এলাকার দেয়ালে ভালোবাসার চিহ্ন দিয়ে তাদের দুজনের নাম লিখে রাখে। এটা দেখে রাতুল ক্ষেপে যায়। মিতা মেয়ে হলেও গুন্ডা প্রকৃতির। সে লাঠিসোটা নিয়ে রাতুলকে আক্রমণ করতে যায়। কিন্তু রাতুলকে না পেয়ে তার চামচাদের গিয়ে মেরে আসে। গল্পের প্রয়োজনে হাজির হয় একের পর এক চরিত্র। নানা হাস্যরস আর মজার মজার ঘটনা উপস্থাপন করার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।’

সুস্ময় সুমন আরঢ বলেন, ‘আসলে মির্জা এবং খন্দকার পরিবারকে মিলিত করতে চায় মিতা ও রাতুল। তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু পরিবারকে দেখানোর জন্য তারা শত্রু হিসেবে নানা রকম কর্মকা- করতে থাকে, যা দেখে দর্শক কিছুটা হলেও বিনোদন পাবে বলে আমার বিশ্বাস।’

অভিনেতা আবদুল্লাহ রানা বলেন, ‘অভিনেতা হিসেবে অনেক নাটকেই অভিনয় করেছি। এর আগেও বৈশাখী টিভির কাজ করেছি। কিন্তু এই দীর্ঘ ধারাবাহিকটি সম্পূর্ণ ব্যতিক্রম। সবাই মজার চরিত্রে অভিনয় করেছে। এ ধরনের গল্প খুব কম হয়। আশা করছি, দর্শক বিরক্ত হবে না বরং মজা পাবে।’

এ প্রসঙ্গে জীবন বলেন, ‘চরিত্র নিয়ে আগাম বলতে চাই না। তবে মজাদার একটি চরিত্রে অভিনয় করেছি। দর্শক না দেখলে বুঝবে না। গল্পটা ভালো। অনেক সময় নাটকের সংলাপ ভালো হয় না। তবে এই ধারাবাহিকের সংলাপগুলো চমৎকার। গল্প দেখেই পছন্দ হয়েছিল। ব্যতিক্রম একটি কাজ। আশা করছি, কাজটি দর্শক পছন্দ করবেন।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!