ইউক্রেইনের খারকিভ অঞ্চলের আবাসিক এলাকায় রাতে রাশিয়ার আকাশ হামলায় শিশুসহ তিনজন নিহত ও আরও ১৭ জন আহত হয়েছেÑ জানিয়েছে ইউক্রেইনীয় কর্তৃপক্ষ। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে দ্রুত একটি চুক্তি করতে কিইভকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, তার মধ্যেই এ হামলা হলো। বৃহত্তর খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ টেলিগ্রাম অ্যাপে বলেছেন, সোমবার ভোরে ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহরে ড্রোন হামলায় দুই বছর বয়সি একটি ছেলে শিশু নিহত হয়েছে। এর আগের দিন রাতে শহরটিতে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এসব হামলায় আহতের সংখ্যা ‘ধারাবাহিকভাবে বাড়ছে’ বলে জানিয়েছেন তিনি। খারকিভ শহরের মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, ওই দুই হামলায় আরও দুজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয় থেকে ১৭ বছর বয়সি ছয়টি শিশু আছে। সোমবার ভোরে এক পোস্টে তিনি বলেছেন, ‘এই মাত্র ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে: তিনি জীবিত আছেন।’ আরও কেউ কেউ ওই ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি। জানিয়েছে রয়টার্স। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের সূচনা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন