মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৬:৪২ পিএম

মানবদেহে প্রথমবার মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৬:৪২ পিএম

মানবদেহে প্রথমবার মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত। ছবি- সংগৃহীত

মানবদেহে প্রথমবার মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এক মানবদেহে পাওয়া গেল মাংসখেকো পরজীবী মাছি। ইংরেজিতে এটির নাম ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’। আক্রান্ত ব্যক্তি সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদর ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফেরেন। এরপর তার শরীরে এই পরজীবী শনাক্ত হয়।

মার্কিন স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত ৪ আগস্ট সংক্রমণের কথা ঘোষণা করে। তবে গোপনীয়তার কারণে ওই রোগীর পরিচয় প্রকাশ করা হয়নি।

দেশটির গবাদিপশু শিল্পের একটি সূত্র দাবি করেছিল, আক্রান্ত ব্যক্তি আসলে গুয়াতেমালা থেকে ফিরেছিলেন। তবে সরকারি ঘোষণা অনুযায়ী, তিনি এল সালভাদর ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফেরেন। এই তথ্য নিয়ে বিভ্রান্তি থাকলেও রোগীর পরিচয় গোপন রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য এই সংক্রমণের ঝুঁকি খুবই কম। এখন পর্যন্ত কোনো প্রাণীর শরীরে এ সংক্রমণ ধরা পড়েনি। তবুও আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের গবাদিপশু শিল্পে। গরুর মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই খবরকে বড় হুমকি হিসেবে দেখছে।

মধ্য আমেরিকা থেকে শুরু করে মেক্সিকোর দক্ষিণাঞ্চল পর্যন্ত স্ক্রুওয়ার্ম ইতোমধ্যেই বিস্তার লাভ করেছে। এখন সেটি উত্তর দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রও হুমকি ঠেকাতে জরুরি পদক্ষেপ নিচ্ছে। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সম্প্রতি টেক্সাস সফরে নতুন একটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন কেন্দ্র গড়ার ঘোষণা দেন।

কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী, কেবল টেক্সাসে প্রাদুর্ভাব দেখা দিলে গবাদিপশুর মৃত্যু, শ্রম ব্যয় ও ওষুধ খরচ মিলে অর্থনৈতিক ক্ষতি হবে প্রায় ১৮০ কোটি ডলার।

বিফ অ্যালায়েন্স নামের একটি শিল্প সংগঠনের এক নির্বাহী ই-মেইলে খামারি ও ব্যবসায়ীদের সতর্ক করেছেন। তিনি লিখেছেন, মেরিল্যান্ডে এক মানুষের শরীরে স্ক্রুওয়ার্ম শনাক্ত হয়েছে। তবে রোগীর বিস্তারিত গোপন রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্ত্রী মাছি সাধারণত উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। সেখান থেকে শত শত লার্ভা ফুটে জীবন্ত মাংস খেতে থাকে। চিকিৎসা না করলে আক্রান্ত প্রাণী বা মানুষের মৃত্যু ঝুঁকি থাকে। চিকিৎসা মানে লার্ভাগুলো হাতে করে সরানো এবং ক্ষত পরিষ্কার করা। প্রক্রিয়াটি কষ্টকর হলেও দ্রুত চিকিৎসা পেলে প্রাণ বাঁচানো সম্ভব।

ষাটের দশকে যুক্তরাষ্ট্রে এই পরজীবী নির্মূল করা হয়েছিল জীবাণুমুক্ত পুরুষ মাছি ছেড়ে। তারা স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও ডিম ফুটত না। সেই পুরোনো কৌশলই এখন আবার ব্যবহার করতে হচ্ছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে গরুর পাল সাত দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গরুর মাংসের দাম রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে মানবদেহে স্ক্রুওয়ার্ম শনাক্ত হওয়ার খবর শিল্পখাতের উদ্বেগ আরও বাড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের জন্য বিষয়টি রাজনৈতিক চাপও তৈরি করতে পারে।

Link copied!