ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ট্রাম্প আইইইপিএ আইনের অপব্যবহার করেছেন: মার্কিন আদালত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:২৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। একইসঙ্গে শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছেন বলে জানিয়েছেন আদালত।

 শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প।

রায়ের সারসংক্ষেপে আদালত বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শুল্ক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং আরোপের এখতিয়ার কংগ্রেসের (মার্কিন আইন পরিষদ); প্রেসিডেন্টের ক্ষমতা এক্ষেত্রে সীমিত। আইইপিএ আইনের মাধ্যমে প্রেসিডেন্ট কোনো দেশের ওপর শুল্ক আরোপ কিংবা প্রত্যাহার করতে পারেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে বা পরিস্থিতিতে প্রেসিডেন্ট এ আইন প্রয়োগ করবেন— আইনে সেই নির্দেশনা দেওয়া আছে।

আদালত বলেন, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর  অতিরিক্ত যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প—অধিকাংশ ক্ষেত্রেই আইইইপিএ আইন অনুযায়ী তা হয়নি।

আদালত আরও বলেন, কোনো দেশের ওপর আইইপিএ আইন প্রয়োগের জন্য কংগ্রেসের সুপারিশ থাকা জরুরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার নেতৃত্বাধীন প্রশাসন আইইপিএ আইনের আওতায় যেসব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন— অধিকাংশ ক্ষেত্রেই কংগ্রেসের সুপারিশ অনুযায়ী তা হয়নি।

এদিকে ফেডারেল আপিল আদালতের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, এই রায় কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও তার অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।

ট্রাম্পের দাবি, শুল্ক আরোপের ক্ষেত্রে তার প্রশাসন আইইপিএ আইনের কোনো অপব্যবহার বা লঙ্ঘন করেনি। 

আদালতের রায় প্রসঙ্গে তিনি বলেন, কোর্ট যে রায় দিয়েছেন, তাতে সব বিচারকের সম্মতি ছিল না। এটি একটি বিভক্ত এবং ভুল রায়। যদি এই রায় কার্যকর হয়, তবে আমাদের দেশ ও জাতীয় অর্থনীতি কার্যত ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও সতর্ক করে বলেন, শুল্ক প্রত্যাহার করা হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য শতভাগ বিপর্যয়কর। এ আদেশ আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলবে।

তিনি সমর্থকদের আশ্বস্ত করে বলেন, মনোবল হারালে চলবে না। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব, আর আদালতও জানেন—চ্যালেঞ্জ হলে যুক্তরাষ্ট্র জয়ী হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর চলতি বছরের ২ এপ্রিল তিনি বিশ্বের অধিকাংশ দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন।

শুল্কনীতি প্রণয়নের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি ও অস্বাভাবিক ভারসাম্যহীনতা দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।