সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিকে সহায়তা করতে সিরিয়াকে ১.৬৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সৌদি প্রেস এজেন্সি।
এতে বলা হয়, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দামেস্ককে এই তেল সহায়তা দেওয়া হবে। এ উপলক্ষে সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)-এর প্রধান নির্বাহী সুলতান আল-মারশাদ একটি সমঝোতা স্মারকে সই করেছেন।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের দেওয়া এ তেল সিরিয়ার তেল শোধনাগারগুলোর কার্যকারিতা এবং আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করা, অর্থনৈতিক সংকট মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ খাতগুলোর অগ্রগতি নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।
গত বছরে ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে উৎখাত করে আহমেদ আল শারার নেতৃত্বাধীন ইসলামিক দল। এরপর তিনি নিজে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বাসার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন আরব দেশগুলোর সাথে দূরত্ব তৈরি হয় সিরিয়ার। বিশেষ করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোয় তার সরকার থেকে মুখ ফিরিয়ে নেন আরব নেতারা। এছাড়া পশ্চিমারাও সিরিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
বাসার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার নিষেধাজ্ঞা তুলে নেয়া শুরু করে। অপরদিকে আরব দেশগুলো তাদের সরাসরি সাহায্যের জন্য এগিয়ে আসে। বিশেষ করে অর্থনৈতিকভাবে সিরিয়াকে শক্তিশালী করতে কাজ করছেন তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন