এশিয়া পেরিয়ে জেন-জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভে নেমেছে দেশটির জেন-জি—রাবাত ও মারাকেশসহ কয়েকটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। কাসাব্লাঙ্কাসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
এতে বলা হয়, সরকারি দুর্নীতির প্রতিবাদে শনিবার (২৭ সেপ্টেম্বর) মরক্কোর অন্তত ১১টি শহরে শত শত তরুণ রাস্তায় নেমেছেন। তারা সরকারের দুর্নীতির নিন্দা ও স্বাস্থ্য ও শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়ায় অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানান।
‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়?’ বিক্ষোভকারীরা স্লোগান দেন। বলেন, জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের সংকট থাকলেও সেখানে বিনিয়োগ না বাড়িয়ে বিপুল অর্থে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো। ফিফা বিশ্বকাপের জন্য কমপক্ষে তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণ ও অর্ধ ডজন স্টেডিয়াম সংস্কার বা সম্প্রসারণ করছে দেশটি। এ ছাড়া এ বছর শেষে আফ্রিকা কাপ অব নেশনসও আয়োজন করবে দেশটি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন