গাজার উদ্দেশ্যে যাত্রাকালে ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলার ৯টি নৌবহর আটক করেছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। এই নৌবহরগুলো আন্তর্জাতিক কর্মী ও মানবিক সহায়তা বহন করছিল, যার উদ্দেশ্য ছিল গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
‘সুমুদ ফ্লোটিলা’র পক্ষ থেকে জানানো হয়েছে, আটক হওয়া জাহাজগুলোর মধ্যে রয়েছে- দেইর ইয়াসিন/মালি, হুগা, স্পেক্টর, আদারা, আলমা, সিরিয়াস, অরোরা, গ্র্যান্ডে ব্লু এবং ইউলারা।
এদিকে কিছু প্রতিবেদন অনুসারে ‘স্পেক্টর’ নামটি একাধিকবার তালিকায় দেখা গেছে, যা হয়তো একটি বিভ্রান্তির ফল।
মিডল ইস্ট আই-এর সরাসরি সম্প্রচারকৃত এক প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলি নৌবাহিনী নৌবহরগুলোতে উজ্জ্বল আলো ফেলছে এবং জলকামান ব্যবহার করছে। এরপরই জাহাজগুলোতে তারা অবৈধভাবে অভিযান করে, যেটিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছে।
এই কনভয়টি গাজার ওপর দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধ ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়। আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) এিই মধ্যে গাজার অবরোধকে ‘অবৈধ’ ঘোষণা করেছে, এবং এই ধরনের মানবিক মিশনগুলোকে বাধা দেওয়া আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থি বলেও মত দিয়েছে।
বর্তমানে ইসরায়েল কর্তৃক আটক এই ৯টি জাহাজ ও তাদের আরোহীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গ্রুপ। সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, তারা অবিলম্বে আটককৃত নৌবহর ও কর্মীদের মুক্তি দাবি করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন