শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১২:২৩ পিএম

ট্রাম্পের নোবেল পাওয়ার ভাগ্য যে পাঁচ বিচারকের হাতে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১২:২৩ পিএম

শান্তি পুরস্কারের নোবেল কমিটি। ছবি- সংগৃহীত

শান্তি পুরস্কারের নোবেল কমিটি। ছবি- সংগৃহীত

বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল শান্তি পুরস্কার কে পাচ্ছেন, তা ঠিক করেন নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি। এই কমিটির হাতেই রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু কাঙ্ক্ষিত সম্মাননা পাওয়ার ভাগ্য। 

ট্রাম্প বারবার দাবি করে আসছেন, তিনি বিশ্বজুড়ে অন্তত সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং এর স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য তার। এমনকি তিনি বলেছেন, যদি তিনি এই পুরস্কার না পান তাহলে সেটি আমেরিকার প্রতি বড় অবমাননা হবে।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার ( ১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, ওসলোতে।

 

কে ঠিক করেন শান্তি পুরস্কারের বিজয়ী 

নোবেল শান্তি পুরস্কার কমিটি গঠন করা হয় নরওয়ের সংসদ দ্বারা। কমিটির সদস্যরা রাজনৈতিক দলগুল থেকে মনোনীত হলেও তারা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না। প্রত্যেক সদস্যের মেয়াদ ছয় বছর এবং পুনরায় নিয়োগ পাওয়ার সুযোগও রয়েছে।

নোবেল কমিটির ৫ বিচারক যারা

ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস
নোবেল কমিটির চেয়ারম্যান ৪১ বছর বয়সি ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস। সবচেয়ে কম বয়সি চেয়ারম্যান তিনি। মানবাধিকারকর্মী, পেন নরওয়ে-এর সাবেক সেক্রেটারি জেনারেল তিনি। তিনি নরওয়ের ক্ষমতাসীন লেবার পার্টির সমর্থক বলে ধারণা করা হয়। ২০১১ সালে নরওয়ের উতুয়া দ্বীপে ডানপন্থি হামলায় নিহত লেবার দলের ৬৯ তরুণ কর্মীর স্মৃতিফলক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

আসলে তোয়ে
নোবেল কমিটির ভাইস চেয়ারম্যান ৫১ বছর বয়সি আসলে তোয়ে। একসময় নোবেল ইনস্টিটিউটের রিসার্চ ডিরেক্টর ছিলেন তিনি।

অ্যান এঙ্গার
অ্যান এঙ্গার ৭৫ বছর বয়সি সাবেক সংস্কৃতি মন্ত্রী ও প্রধানমন্ত্রী (অস্থায়ী)। দেশটির সেন্টার পার্টির সমর্থক এবং একসময় গর্ভপাতবিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন।

ক্রিস্টিন ক্লেমেট
৬৮ বছর বয়সি ক্রিস্টিন ক্লেমেট কনজারভেটিভ পার্টির রাজনীতিক ছিলেন। তিনি নরওয়ের সাবেক শিক্ষামন্ত্রী এবং অর্থনীতিবিদ।

গ্রি লার্সেন
৪৯ বছর বয়সি গ্রি লার্সেন নরওয়ের লেবার পার্টির সাবেক স্টেট সেক্রেটারি ও কেয়ার নরওয়ে-এর সাবেক প্রধান। বৈশ্বিক নারী অধিকার নিয়ে কাজ করেন তিনি। ট্রাম্পের বিদেশি সাহায্য কমিয়ে দেওয়ার তীব্র সমালোচক ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!