পাকিস্তানে কট্টর ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) এর ইসরায়েলবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আনতে পুলিশ সোমবার মুরিদকে শহরে ক্লিয়ারেন্স অপারেশন চালায়। অভিযানে অন্তত ৫ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, টিএলপি কর্মীরা পুলিশের ওপর পাথর, লোহার দণ্ড ও পেট্রল বোমা নিক্ষেপ করে এবং নির্বিচারে গুলি চালায়। এতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন ৪৮ জন পুলিশ ও ৮ জন সাধারণ মানুষ। অভিযানের পর রাস্তায় জ্বলন্ত গাড়ি ও টিএলপি নেতার প্রধান ট্রাক পড়ে থাকতে দেখা গেছে।
টিএলপি জানায়, তাদের আন্দোলন মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বিরোধিতা জানাতে শুরু হয়েছিল। পরে তারা দাবি করে, বিক্ষোভ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য।
লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারনেট সংযোগ সীমিত রাখা হয়। পুলিশের পদক্ষেপের কারণে রাজধানী ইসলামাবাদে বড় সড়কগুলোতে কনটেইনার বসিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।
এদিকে, শুক্রবার ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং সেনা প্রত্যাহার শুরু করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মিশরে গাজা শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন