রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:৪২ পিএম

ইতালি-লিবিয়ার অভিবাসী চুক্তির বিরুদ্ধে রোমে বিক্ষোভ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:৪২ পিএম

বিক্ষোভের ছবি। সংগৃহীত

বিক্ষোভের ছবি। সংগৃহীত

ইতালির সঙ্গে লিবিয়ার অভিবাসী চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে রোমে। শনিবার (১৮ অক্টোবর) অভিবাসী ও অধিকার কর্মীরা এই বিক্ষোভ করেছে। ভূমধ্যসাগরে সর্বশেষ নৌকাডুবিতে প্রায় ২০ জনের প্রাণহানির হওয়ার আশঙ্কার এক দিন পরেই এই বিক্ষোভ হয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর-ডানপন্থি সরকারের অধীনে নবায়ন করা ২০১৭ সালের একটি বিতর্কিত চুক্তির অধীনে, ইতালি লিবিয়ার উপকূলরক্ষীদের তহবিল ও প্রশিক্ষণ দেয়। বিনিময়ে, লিবিয়া অভিবাসীদের ইতালিতে যাত্রা রোধ করতে সাহায্য করবে অথবা ইতোমধ্যেই সমুদ্রে থাকা অভিবাসীদের লিবিয়ায় ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। আগামী মাসে এই চুক্তি নবায়নের কথা রয়েছে।

বিক্ষোভ চলাকালে, সাব-সাহারান আফ্রিকা থেকে আসা বেশ কিছুসংখ্যক অভিবাসী লিবিয়ায় তাদের ভোগান্তির কথা স্মরণ করেন এবং ভূমধ্যসাগর পার হতে গিয়ে মারা যাওয়া ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অধিকারকর্মী সরিতা ফ্রাতিনিসহ শত শত মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে ফ্রাটিনি ইতালির বিরুদ্ধে মামলা করতে অভিবাসীদের সাহায্য করে আসছেন।

বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, মধ্য ভূমধ্যসাগরে, মৃত্যুর রেখা নামে একটি রেখা রয়েছে। তিনি জানান, ‘লিবিয়ার উত্তরাঞ্চলে অভিবাসীদের বন্দি রাখা হয়।  সেখানে যে কেউ মারা যেতে পারে।  কারণ সেখানে কেউ থাকে না।’

বিক্ষোভে অংশ নেওয়া আইভরি কোস্টের ৪৬ বছর বয়সি আইরিন দিয়া এএফপিকে বলেন, তিনি নৌকায় করে তিনবার ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, প্রথম প্রচেষ্টাতেই ভূমধ্যসাগরে ১২ জন মারা যান। তিনি আরও জানান, লিবিয়ান বাহিনী তার নৌকাটি পিছু হটানোর পর, তিনি ত্রিপোলির পশ্চিমে কুখ্যাত আজ-জাওইয়াহ আটক কেন্দ্রে ছয় মাস কাটান।

সাম্প্রতিক ভূমধ্যসাগরে অভিবাসী বহনকারী নৌযানগুলোয় লিবিয়ার কোস্টগার্ডের গুলিবর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে এনজিওগুলো জানিয়েছে। গত সপ্তাহে, ভূমধ্যসাগরে আটকা পড়া অভিবাসীদের জন্য একটি হটলাইন পরিচালনাকারী দাতব্য সংস্থা এলার্ম ফোন মাল্টার দক্ষিণ-পূর্বে ১১৩ জন অভিবাসী বহনকারী একটি নৌকায় মারাত্মক গুলিবর্ষণের খবর দিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, এই বছর এ পর্যন্ত এই পারাপারে এক সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!