ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত: যেসব রোগে মিলবে না অনুমতি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১২:৩৭ এএম

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন বিশ্বের অসংখ্য মানুষ। কিন্তু এবার সে পথ আরও কঠিন করে তুলেছে দেশটির সরকার। ডায়বেটিসসহ কিছু দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিসা না দেওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওয়াশিংটনভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নির্দেশনায় ভিসা আবেদনকারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে এখন থেকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

গাইডলাইন অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে আবেদনকারীর হার্টের রোগ, শ্বাসযন্ত্রের জটিলতা, ক্যানসার, ডায়বেটিস, স্নায়বিক রোগ, মেটাবলিক সমস্যা এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এসব রোগের চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় সরকার ভবিষ্যতে আর্থিক চাপ এড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করালে সরকারি খরচ বাড়ে। তাই এবার দেখা হবে, আবেদনকারীরা সেখানে গিয়ে নিজেদের চিকিৎসার ব্যয় বহন করতে পারবেন কি না।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোকে আবেদন যাচাইয়ের সময় স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসা সক্ষমতা বিষয়ক রিপোর্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে।

এছাড়া সংক্রামক রোগ পরীক্ষা, টিকা গ্রহণের ইতিহাস যাচাই এবং মানসিক স্বাস্থ্য মূল্যায়নের প্রক্রিয়া আগে থেকেই চালু ছিল। তবে এবার এই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু অসংক্রামক ও দীর্ঘস্থায়ী রোগ, যা ভবিষ্যতে ভিসা অনুমোদনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশনা কার্যকর হলে উন্নয়নশীল দেশের অনেক আবেদনকারীর জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ আরও কঠিন হয়ে পড়বে।