যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে পুলিশের ধাওয়ায় একটি দ্রুতগামী গাড়ি জনাকীর্ণ এক বারে ধাক্কা মেরেছে। এ সময় বারের সামনে থাকা ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে এই ঘটনা ঘটে।
টাম্পা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাত ১২টা ৪০ মিনিটে ফ্রিওয়েতে একটি গাড়িকে বেপরোয়াভাবে চালাতে দেখা যায়। ফ্লোরিডা হাইওয়ে পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
এ সময় হাইওয়ে পেট্রোল অফিসাররা ‘বিচ্ছিন্ন’ হয়ে গেলে গাড়িটি শহরের কেন্দ্রস্থলের ইবোর সিটির দিকে দ্রুতগতিতে এগিয়ে যায়। শেষ পর্যন্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্র্যাডলি নামক একটি বারের বাইরে এক ডজনেরও বেশি লোককে ধাক্কা দেয়।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরেকজন হাসপাতালে মারা যান। দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ প্রধান লি বারকাও এক বিবৃতিতে বলেছেন, ‘যা ঘটেছে, তা ছিল একটি অর্থহীন ট্র্যাজেডি। আমরা ভুক্তভোগীদের প্রিয়জন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’
ঘটনার পর কর্মকর্তারা ২২ বছর বয়সি সিলাস স্যাম্পসন নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাকে হিলসবোরো কাউন্টি কারাগারে রাখা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন