মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠাচ্ছেন ট্রাম্প।
বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
দু'দিন আগেই, জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কূটনীতিকদের মধ্যে শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকের পর মঙ্গলবার (২৫ নভেম্বর) কূটনৈতিক কার্যক্রম তীব্রতর হয়।
তবে, যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প প্রস্তাবে কিয়েভকে ভূখণ্ড হস্তান্তর, সামরিক সীমাবদ্ধতা এবং ন্যাটোতে যোগদানের স্বপ্ন ত্যাগ করতে বলা হয়েছিল। পরিকল্পনাটি রাশিয়ার ইচ্ছামতো হয়েছে বলে অভিযোগ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনেস্কি। তবে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রাথমিক পরিকল্পনার 'মূল বিষয়গুলো'-র প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর মুখ খুলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুদ্ধ বন্ধে অনেক সহায়তার পরও যুক্তরাষ্ট্রের প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা দেখায় নি ইউক্রেন। ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় যখন আলোচনায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা—তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের প্রতি এভাবে ক্ষোভ ঝাড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে ট্রাম্প স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধ সমাধান 'সহজ নয়', তবে তিনি বলেছেন, 'আমরা চুক্তি বাস্তবায়নের খুব কাছাকাছি আছি।'

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন