মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থল আক্রমণের হুমকি ও আকাশসীমা বন্ধ ঘোষণার কয়েকদিনের মধ্যেই, ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করেছে আন্তর্জাতিক বিমানসংস্থাগুলো। পানামার বিমানসংস্থা ‘কোপা’ এবং তাদের কলম্বিয়ান বাজেট এয়াললাইন্স ‘উইঙ্গো’ বুধবার রাতে জানায়, তারা ৪ ও ৫ ডিসেম্বর থেকে কারাকাসগামী ফ্লাইট বন্ধ রাখবে। একই দিনে কলম্বিয়ার রাষ্ট্রীয় এয়ারলাইন্স সাটেনা এবং বলিভিয়ার জাতীয় বিমানসংস্থা ‘বলিভিয়ানা দে অ্যাভিয়াসিয়ন’–ও বৃহস্পতিবারের সব ফ্লাইট বাতিল করে।
কোপা ও উইঙ্গো এক বিবৃতিতে জানায়, কারাকাসের পথে উড়োজাহাজ চলাকালে ন্যাভিগেশনের একটি সংকেতে অনিয়ম দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করেছে। তারা আরও জানায়, এই সংকেতজনিত সমস্যা কখনোই উড়োজাহাজের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেনি। দুই প্রতিষ্ঠানই আল জাজিরাকে জানিয়েছে, একই ধরনের সিগন্যাল সমস্যা একাধিক উড়োজাহাজে দেখা গেছে।
বৃহস্পতিবার সাটেনা ভেনেজুয়েলার তৃতীয় বৃহত্তম শহর ভ্যালেন্সিয়া রুটেও ফ্লাইট চলাচল স্থগিত করে। বলিভিয়ানা দে অ্যাভিয়াসিয়নও তাদের কারাকাস ফ্লাইট বাতিল করেছে। তবে তারা এখনো আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। এগুলোর ফলে বর্তমানে কোনও আন্তর্জাতিক বিমানসংস্থা ভেনেজুয়েলায় ফ্লাইট পরিচালনা করছে না। যদিও দেশটির কয়েকটি জাতীয় এয়ারলাইন্স এখনও আন্তর্জাতিক রুট চালু রেখেছে।
এর আগে গত ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাণিজ্যিক বিমানের জন্য ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে ঝুঁকি আছে বলে ৯০ দিনের সতর্কতা জারি করে। এতে বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স আগেই ফ্লাইট বন্ধ করে দেয়। এফএএ জানায়, দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় ভেনেজুয়েলা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয়েছে এবং সামরিক তৎপরতাও বেড়েছে।
এরপর শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে ভেনেজুয়েলার পুরো আকাশসীমা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ ঘোষণা করেন। এরপরও কোপা, উইঙ্গো, সাটেনা ও বলিভিয়ানা কিছুদিন ফ্লাইট চালিয়ে যাচ্ছিল। সর্বশেষ তারা একে একে তাদের ফ্লাইট চলাচল বন্ধ করল।
এদিকে ফ্লাইট স্থগিতের কারণে চাপে পড়েছে বিদেশে থাকা ভেনেজুয়েলার প্রবাসীরা, বিশেষ করে যারা আসন্ন ছুটির মৌসুমে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন। কেউ কেউ ইতোমধ্যেই দেশে এসে আটকে পড়েছেন। ফ্লাইট বাতিল হওয়ায় তাদের অনেকেই এখন গন্তব্যে ফিরতে সংগ্রাম করছেন।
কলম্বিয়ার প্রবাসী সংগঠন ‘ভেনেজুয়েলানস ইন বারাঙ্কিয়া’র ভাইস-প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভিলোরিয়া ডোরিয়া বলেন, ‘অনেকেই ফ্লাইট বাতিল নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। বছরের এই সময়ে মানুষ পরিবার-পরিজনের সঙ্গে বড়দিন কাটাতে চায়। রাজনৈতিক পরিস্থিতির কারণে ভেনেজুয়েলানদের এত অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ফ্লাইট বাতিলের কারণে এখন অনেককে ঝুঁকিপূর্ণ স্থলপথে ভ্রমণের কথা ভাবতে হচ্ছে।
প্রসঙ্গত, প্রায় ২৮ লাখ ভেনেজুয়েলান নিয়ে বিশ্বের বৃহত্তম ভেনেজুয়েলান প্রবাসীসমাজ এখন কলম্বিয়ায়। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই তারাও গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন