রাশিয়ায় ‘এএন-২২’ (AN-22) মডেলের একটি সামরিক পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইভানোভো অঞ্চলে বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন চলাকালে দুর্ঘটনায় পড়ে। মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে থাকা বিমানটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে জনবসতিহীন এক এলাকায় বিধ্বস্ত হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বিমানে পাঁচজন ক্রু এবং দু’জন যাত্রীসহ মোট সাতজন ছিলেন—সবারই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মাটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানটি মাঝ আকাশেই ভেঙে পড়ে। এর কিছু ধ্বংসাবশেষ ইভানকভো গ্রামের পাশের একটি জলাধারে পড়তে দেখা যায়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত বিমানটি দীর্ঘদিন ধরে পরিষেবা দিচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধানকারী দল মোতায়েন করা হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তারা জোর দিয়ে বলেছে, এই ঘটনার সঙ্গে ইউক্রেন যুদ্ধ বা কিয়েভের কোনো সংশ্লিষ্টতা নেই।
তথ্যসূত্র: দ্য মস্কো টাইমস


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন