পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। নিহত দুই মন্ত্রী হলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ।
বুধবার (৬ আগস্ট) এক সরকারি মুখপাত্র তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে ঘানার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে। হেলিকপ্টারটিতে তিনজন ক্রু সদস্যসহ মোট আটজন আরোহী ছিলেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ঘানায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বুধবার সকালে হেলিকপ্টারটি রাজধানী আক্রা থেকে আশান্তি অঞ্চলের ওবুয়াসির দিকে উড্ডয়ন করে। এরপর থেকে হেলিকপ্টারটি রাডার থেকে হারিয়ে যায়।
দুর্ঘটনার স্থান, কারণ এবং উদ্ধার তৎপরতা সম্পর্কে বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে সামরিক সূত্রে।
ঘানায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম একটি বড় ধরনের সামরিক বিমান দুর্ঘটনা, যা সরকার ও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের নেতাদের প্রাণহানির ঘটনার মাধ্যমে জাতীয় শোকের পরিবেশ তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :