৩১ বার এভারেস্ট জয় করে নিজের গড়া রেকর্ড নিজে ভাঙলেন নেপালের ‘এভারেস্ট ম্যান’ খ্যাত শেরপা কামি রিতা। ৫৫ বছর বয়সী এই শেরপা মঙ্গলবার (২৭ মে) ৩১তম বারের মতো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরোহণ করেন।
মঙ্গলবার ভারতীয় সেনা কর্মকর্তাদের একটি দল নিয়ে স্থানীয় সময় ভোর চারটায় এভারেস্টে আরোহণ করেন তিনি।
অভিযানের আয়োজক প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস এক বিবৃতিতে জানিয়েছে, ‘কামি রিতার জন্য কোনো ভূমিকার প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের জাতীয় বীর নন, তিনি এভারেস্টের বৈশ্বিক প্রতীক।’
১৯৯৪ সালে প্রথম বাণিজ্যিকভাবে এভারেস্ট জয় করেন তিনি। তখন থেকে প্রায় প্রতি বছর তিনি এভারেস্ট অভিযানে গিয়েছেন। এমনকি ২০২৩ ও ২০২৪ সালে বছরে ২বার করেও অভিযানে গিয়েছেন তিনি।
‘রেকর্ডের জন্য আমি খুশি, কিন্তু রেকর্ডগুলো অবশেষে ভেঙে যায়’- তিনি গত বছরের মে মাসে এএফপিকে বলেছিলেন। ‘আমি আরও খুশি যে আমার আরোহণ নেপালকে বিশ্বে স্বীকৃতি দিতে সাহায্য করেছে।’
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণের অলিখিত এ দৌড়ে তার পরের স্থানেই আছেন আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া। তিনি এ পর্যন্ত ২৯ বার সামিট করেছেন।