ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী নয় উত্তর কোরিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:২৪ পিএম
কিম ইয়ো জং। ছবি- আলজাজিরা

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে সিউলের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমধ্যম আলজাজিরাও।

সম্প্রতি নানা নাটকীয়তার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বামানুরাগী লি জে-মিয়ং। মসনদে বসার পরপরই বিভক্ত কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন মিয়ং। ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর থেকে দুই কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) মাধ্যমে প্রচারিত বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ‘দক্ষিণ কোরিয়া যদি মনে করে যে, কয়েকটি আবেগপ্রবণ কথার মাধ্যমে পূর্বের সব সিদ্ধান্ত বদলে ফেলা যাবে, তাহলে এটি তাদের একটি মারাত্মক ভুল হিসাব।’

উত্তেজনাপূর্ণ আন্তঃকোরীয় সীমান্তে লাউডস্পিকার প্রচার বন্ধের মতো পদক্ষেপগুলোকেও তিনি ‘সিউলের অতীত ভুলের প্রায়শ্চিত্ত বলে আখ্যায়িত করেন।

গত জুনে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং কিম জং উনকে অক্টোবরে সিউলে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানান।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কিম ইয়ো জং সিউল প্রশাসনের এই প্রচেষ্টাকে ‘দিবাস্বপ্ন’ বলে অভিহিত করেন।

কিম আরও বলেন, লি প্রশাসনের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা জোটের প্রতি ‘অন্ধ বিশ্বাস’ এবং পিয়ংইয়ংয়ের সাথে ‘বিরোধিতা করার চেষ্টা’ ইয়ুন সুক-ইয়োলের রক্ষণশীল সরকারের নীতির থেকে আলাদা নয়। এ সময় সিউল যেই নীতিই গ্রহণ করুক বা যে প্রস্তাবই দিক না কেন, পিয়ং ইয়ং এতে আগ্রহী নয় বলে জানান তিনি।