রাশিয়ার কামাচাটকা উপদ্বীপে ৬০০ বছর পর প্রথমবারের মতো জেগে উঠেছে ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি।
রোববার (৩ আগস্ট) রুশ সংবাদ সংস্থা আরআইএ দেশটির বিজ্ঞানীদের তরফে জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি।
কামাচাটকা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ দলের প্রধান ওলগা গিরিনা আরআইএ-কে বলেন, ৬০০ বছর পরে এই প্রথমবার ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। এ তথ্য ঐতিহাসিকভাবে নিশ্চিত করা গেছে। বুধবার যে ভূমিকম্প হয়েছে তার জেরেই এমনটা হয়েছে বলে ধারণা তার। ওই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়।
ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির টেলিগ্রাম চ্যানেলকে গিরিনা জানিয়েছেন, ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি থেকে শেষবার লাভা নির্গত হয়েছিল ১৪৬৩ সালে (৪০ বছর আগে পরে হতে পারে)। তার পরে এত বছর আর ওই আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হওয়ার কোনো প্রমাণ নেই।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কামাচাটকা শাখা জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরি থেকে প্রায় ৬ হাজার মিটার উঁচু ছাইয়ের মেঘ উড়তে দেখা গেছে। আগ্নেয়গিরিটি ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ৮৫৬ মিটার উঁচু। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছাইয়ের এই মেঘ পূর্ব দিকে, প্রশান্ত মহাসাগরের দিকে ভেসে যাচ্ছে। এই পথে কোনো জনবসতি নেই।
নিকটবর্তী কুরিল দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রোববার (৩ আগস্ট) দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দূরপ্রাচ্যের কামাচাটকার তিনটি এলাকায় সুনামির ঢেউ উঠতে পারে। এর আগে বুধবার (৩০ জুলাই) রাশিয়ান বিজ্ঞানীরা সতর্ক করে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে শক্তিশালী আফটারশক হতে পারে।