ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

৬ বছর শয্যাশায়ী স্বামীকে যত্ন তরুণীর, সুস্থ হয়ে আরেকজনকে বিয়ে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১২:০৩ পিএম
ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নুরুল সায়াজওয়ানি নামের এক তরুণী ছয় বছর ধরে শয্যাশায়ী স্বামীকে যত্ন করেছেন। খাওয়ানো, স্নান করানো থেকে শুরু করে ডায়পার বদলানো—সবই নিজে করেছেন। 

তবে স্বামী সুস্থ হয়ে ওঠার পরই আচরণ পাল্টে যায়। ২০২৪ সালের ৬ অক্টোবর স্বামী নুরুলকে তালাক দেন এবং মাত্র এক সপ্তাহের মধ্যে অন্য একজনকে বিয়ে করে বসেন।

২০১৬ সালে বিয়ে হওয়া এই দম্পতির এক সন্তান রয়েছে। বিয়ের পর কর্মসূত্রে অনেক সময় আলাদা থাকতে হতো তাঁদের। বিয়ের দুই বছর পর স্বামী একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং সেই থেকে নুরুল ছয় বছর তার সেবা করেছেন।

ঘটনাটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা স্বামীর ওপর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। এক জন মন্তব্য করেছেন, ‘মানুষ কত অকৃতজ্ঞ হতে পারে!’ আরেকজন লিখেছেন, ‘নুরুলও যেন জীবনে ভালো কাউকে পায়, যিনি তাঁর যত্ন নেবেন।’

নুরুলও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে প্রাক্তন স্বামীকে শুভকামনা জানিয়েছেন, তবে বিতর্ক বাড়ায় পোস্টটি পরবর্তীতে সরিয়ে নেন।