ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৬:১৯ পিএম
ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার দায়রা আদালতে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযোগ গঠন করা হয়েছে। বার্তা সংস্থা বেরনামা শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুজন হলেন—৩১ বছর বয়সি মো. মামুন আলী ও ২৭ বছর বয়সি রেফাত বিশাত। এর মধ্যে মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লাহ ইসলাম’ নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনকে সহায়তা প্রদান করেছেন। দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

অন্যদিকে, রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৫ সালের ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে অনর এক্স৬-এ মোবাইলফোনে আইএস-এর পতাকার ছবি সংরক্ষণ করেছিলেন। দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় এ অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্তের বিধান রয়েছে।

দুজনের মামলায় বিচারক আহমাদ কামাল আরিফিন ইসমাইল আগামী ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন এবং একজন দোভাষী নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় সরকারি কৌঁসুলি হিসেবে মেরিয়াম জামিলাহ আব মানাফ ও নুর আইনা রিদজওয়ান উপস্থিত ছিলেন। অভিযুক্তরা কোনো আইনজীবীর প্রতিনিধিত্ব পাননি।