ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। নিহতদের সবাই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। তারা গঙ্গাস্নান শেষে বাড়িতে ফিরছিলেন। সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৭টার দিকে জাতীয় সড়ক ১৯-এর নালা ফেরিঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দ্রুতগামী বাসটি ধাক্কা দেয়।
স্থানীয়রা জানিয়েছেন, বাস-ট্রাকের সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। এরপর তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানান, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক সম্ভবত ট্রাকটিকে দেখতে পাননি।
এ ঘটনায় এরই মধ্যে মামলা করেছে পুলিশ।