ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

দিল্লিতে হুমায়ুন সমাধিক্ষেত্রের ছাদ ধসে ১০ জন আটকা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৬:২৮ পিএম
মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিসৌধ। ছবি- সংগৃহীত

মুঘল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের একটি ছাদ ধসে পড়েছে। এরইমধ্যে ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো প্রায় ১০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

সংবাদমাধ্যম জি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লির নিজামউদ্দিন এলাকায় অবস্থিত এ সমাধিক্ষেত্রের পাশের একটি ছাদ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ধসে পড়ে। এ ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাসিন্দারা কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছেন, আর ডিএফএস সদস্যরা আরও তিন জনকে জীবিত বের করে আনেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানা গেছে।

১৬০০ শতকে নির্মিত এই সমাধি ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য।