ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তান-ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ৫

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৩০ পিএম
দুর্ঘটনার ছবি। সংগৃহীত

পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রদেশ সরকারের একটি হেলিকপ্টার পাঁচ জন আরোহীসহ বিধ্বস্ত হয়েছে। সোমবার ঘটনাটি নিশ্চিত করেছেন গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র। তিনি জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা দুই পাইলট ও তিন জন প্রযুক্তি কর্মী নিহত হয়েছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে ও ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডায়মার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ এএফপিকে জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় ‘নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের’ সময় বিধ্বস্ত হয়।

এর আগে গত ১৫ আগস্ট মোমন্দ জেলায় ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ পাঁচ কর্মী নিহত হন।

সরকারি একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞরা পাকিস্তানি তদন্তকারীদের সঙ্গে মিলে দুর্ঘটনার প্রযুক্তিগত কারণ শনাক্ত করার চেষ্টা করবেন। তারা ব্ল্যাকবক্সসহ ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টারের বিভিন্ন অংশ—দুই ইঞ্জিন ও গিয়ারবক্স পরীক্ষা করবেন।

এদিকে ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্নিও প্রদেশে দুই ক্রু ও ছয় যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা বাসারনাস বানজারমাসিনের প্রধান ই পুতু সুদায়ানা। সংস্থাটির প্রকাশিত যাত্রী তালিকা অনুযায়ী, পিকে ১১৭-ডি৩ নম্বরের ফ্লাইটটি ইস্টইন্ডো এয়ার-এর মালিকানাধীন।হেলিকপ্টারটি দক্ষিণ বোর্নিও প্রদেশের মান্তেউয়ে এলাকার আকাশসীমায় নিখোঁজ হয়। অনুসন্ধান জোরদার করতে ঘটনাস্থলে মোট ৪০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।