ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে টাইফুন ‘উইফা’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৪:৪৫ পিএম
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে টাইফুন ‘উইফা’। ছবি- সংগৃহীত

প্রবল শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনের উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘উইফা’। আগামী রোববার (২০ জুলাই) বিকেলের দিকে এটি হংকংয়ের দক্ষিণ উপকূল অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বুধবার রাতে ফিলিপাইনের পূর্বে একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ হিসেবে উইফা সৃষ্টি হয়। পরে এটি শক্তি সঞ্চয় করে টাইফুনে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

শুক্রবার রাত ১০টায় ঝড়টির অবস্থান ছিল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে। এ সময় কেন্দ্রীয় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার। এটি ঘণ্টায় ২২ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে।

আজ শনিবারের মধ্যেই উইফা হংকংয়ের ৮০০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে শহরজুড়ে ১ নম্বর টাইফুন সতর্কতা সংকেত জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

হংকংয়ের প্রশাসনিক প্রধান সচিব এরিক চ্যান কোওক-কি’র নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি শুক্রবার বিকেলে জরুরি প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে। একই সঙ্গে ফায়ার সার্ভিস, পুলিশ, সিভিল এইড সার্ভিস ও অক্সিলিয়ারি মেডিক্যাল সার্ভিসসহ সব জরুরি সেবাদলকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

জরুরি পরিবহণ সমন্বয় কেন্দ্র ইতোমধ্যেই কাজ শুরু করেছে। আকস্মিক জলোচ্ছ্বাস ও সম্ভাব্য বন্যার ঝুঁকি বিবেচনায় শহরজুড়ে প্রায় ২৪০টি এলাকা পরিদর্শন ও পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ১৮০টি দল প্রস্তুত রাখা হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের ওপর নজর রাখছে প্রশাসন। প্রয়োজনে উদ্ধার ও সাড়া দেওয়ার কার্যক্রম দ্রুত সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।